টাঙ্গাইলে নতুন করে ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০১ এএম, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ | ৪৯৭

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কালিহাতীতে ১০ জন, বাসাইলে ৭ জন, মধুপুর ও টাঙ্গাইল সদরে ৬ জন করে, নাগরপুরে ৩জন, ঘাটাইল ও ভুঞাপুরে দুইজন করে রয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ২১৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৬জন। আরোগ্য লাভ করেছেন ১৪৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩১ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭৬৩১ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।