ঘারিন্দা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, রোববার, ১৬ আগস্ট ২০২০ | ৫২১

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ঘারিন্দা গ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের  সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মোঃ শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক  মোঃ তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক  মোঃ হযরত আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১৫ ই আগষ্ট ১৯৭৫ সালে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছিল তাদের সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয় এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় হাজার লোকের জন্য গণভোজের  ব্যবস্থা করা হয়।