টাঙ্গাইলের মধুপুরের খ্রিস্টানদের বড় দিন পালিত

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭ | ৫৪১

টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী খ্রিস্টানদের ধর্মীয় বড় দিন ব্যাপক জাকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে।আজ ২৫ ডিসেম্বর প্রভূ যীষু খ্রিস্টের শুভ জম্মদিন।

গতকাল ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে এ উৎসব। খ্রিস্টানদের প্রভূ যীষু খ্রিস্টের শুভ জম্মদিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের সকলেই খুশির আমেজে মেতে উঠেছিল মধুপুরের আদিবাসী অঞ্চল। সকাল থেকেই তারা গির্জায় গিয়ে প্রার্থনার মধ্যেদিয়ে সারা দিনের উৎসবের আমেজ শুরু হয়।

খ্রিস্ট ধর্মালম্বীদের মতে প্রভূ যীষু খ্রিস্ট এই ২৫ ডিসেম্বর জম্ম নিয়েছিলেন তাদের মুক্তির জন্য। নতুন জামা কাপড় ও নতুন সাজে সেজে ছিল সকলেই। খুবই উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে আজ শেষ হলো খ্রিস্টানদের বড় দিনের উৎসব। আইন শৃংখলার পরিবেশ টাও ছিল খুব ভাল ।

খ্রিস্টান ধর্মের সুমা দালবত,মুনমুন নকরেক, সুইটি দালবত ও সুজন নকরেক সহ সকলেই জানান, আজকে আমাদের ধর্মের বড় উৎসব তাই সকাল থেকেই আমরা নতুন সাজে সকলের সাথে খাওয়াদাওয়া করেছি। সবাই মিলে আনন্দ করছি । আমাদের এই বড় দিন উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা।