ইরানে বাবা-মেয়েকে একসঙ্গে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, শনিবার, ৮ আগস্ট ২০২০ | ৫৫০

ইরানের রাজধানী তেহেরানের উত্তরাঞ্চলে লেবাননের এক ব্যক্তি ও তার মেয়েকে একসঙ্গে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। কারা বা কি কারণে তাদের হত্যা করা হয়েছে; সেই বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ইরানের মেহের সংবাদ সংস্থার বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

নিহত দু’জন হলেন হাবিব দাউদ (৫৮) এবং তাঁর মেয়ে মরিয়ম (২৭)। শুক্রবার রাত ৯টার দিকে তাদের হত্যা করা হয়। অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল চালক এই ঘটনায় ঘটায়। পাশডরান স্ট্রিট নামক এলাকায় তাদের গুলি করা হয়। হাবিব দাউদ ছিলেন ইতিহাস বিষয়ের শিক্ষক। 

এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সরকারি বিবৃতি জারি করা হয়নি। তবে তেহেরান পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে দু’জন ব্যক্তি ছিলেন। তাদের কাছে এসেই মোটরসাইকেল থেকে চারবার গুলি করা হয় ওই দু’জনকে। 

সূত্র: আরব নিউজ।