কালিহাতীতে স্বাস্থ্যকর্মীসহ তিনজন করোনায় আক্রান্ত

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৩:৩১ পিএম, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০ | ৪৫৩

টাঙ্গাইলের কালিহাতীতে এক ইউনিয়ন স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা হলেন, কোকডহরা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান (৩১), উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের মোস্তাফিজুর রহমান (২৬) ও একই ইউনিয়নের কুড়ুয়া গ্রামের মাহবুব রহমান (৫৯)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে এবং নতুন করে আরও ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।
আক্রান্ত তিনজনই তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে থাকবে বলেও জানা গেছে।