করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যানকে দেখতে উপজেলা চেয়ারম্যান

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫২ পিএম, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | ৫০৮

নাটোরের সিংড়ায় করোনা আক্রান্ত সুকাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল আগমুরশন ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়িতে ডালা ভর্তি ফল নিয়ে তাকে দেখতে যান উপজেলা চেয়ারম্যান শফিক।

সামাজিক দুরত্ব বজায় রেখে আক্রান্ত ইউপি চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং বিভিন্ন কুশলাদি বিনিময় করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শফিক বলেন, করোনা যুদ্ধে জয়ী হতে সব সময় আমাদের মনোবল ও সাহস সুদৃঢ় রাখতে হবে।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে উপজেলার ১নম্বর সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।