কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:১২ পিএম, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | ৫৭৫

টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের শিক্ষক মো. আমিনুল ইসলাম তালুকদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা।

আজ মঙ্গলবার দুপুরে শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালিত হয়।

এসময় বাকশিসের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন এবং শিক্ষক হত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন।

এদিকে রোববার (২ আগষ্ট) রাতে শিক্ষক আমিনুল ইসলাম নিক্সন হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ধনবাড়ি থানা পুলিশ।

গোপালপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুমন, সুজন ও ফারুককে গ্রেফতার করা হয়। তারা গোপালপুর উপজেলার বন্ধ আজগড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমিনুল ইসলামের বাড়ি হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে।