কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৭:৪০ পিএম, বুধবার, ২৯ জুলাই ২০২০ | ৫৩৬

টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার বেগম রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুল হাই আকন্দ, সাবেক সদস্য মোশারফ হোসেন সিকদার ও সহদেবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল আলম তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।