টাঙ্গাইলে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
 
												 
																			টাঙ্গাইলে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনর্চাজ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ জুলাই সাবালিয়া থেকে স্কুল শিক্ষক আব্দুল কুদ্দুসের মোটরসাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই মফিকুল রবিবার দুইজন এবং সোমবার একজনকে গ্রেফতার ও মোটরসাইকেলটি মধুপুর থেকে উদ্ধার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মধুপুর গ্রামের আবু তালেবের ছেলে চোর চক্রের সদস্য রাজিব (৩৫), সাবালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম রবিন (৩০), সাবলিয়া গ্রামের আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে মোজাম্মেল হোসেন মুগ্ধ (২২)।
 
                         
 
             
            