বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর বিদায় সংবর্ধনা


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (২৭জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহরোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।