বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর বিদায় সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৪ পিএম, সোমবার, ২৭ জুলাই ২০২০ | ৪৬২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২৭জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহরোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।