জ্যাক মা-কে ভারতের একটি আদালতের তলব


বেআইনিভাবে সাবেক এক কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগে দায়ের হওয়া মামলায় চীনের ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করেছেন ভারতের একটি আদালত। ওই কর্মী বলেছেন, আলিবাবার অ্যাপে ভুয়া সংবাদ নিয়ে আপত্তি জানানোয় তাকে ভুলভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
ভারতের আদালতে চীনের এই ধনকুবেরকে এমন এক সময় তলব করা হলো; যখন সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই সংঘর্ষের পর নিরাপত্তা উদ্বেগের কারণে আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ অন্য অন্তত ৫৭টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। যদিও ভারতের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে চীন।
এছাড়া ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়; যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে জেলা গুরুগ্রামের আদালতের বিচারক সোনিয়া শিওকান্দ আলিবাবার জ্যাক মা এবং কোম্পানির প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।
আগামী ২৯ জুলাইয়ের মধ্যে গুরুগ্রামের আদালতে স্ব-শরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে কোম্পানি এবং এর প্রধান নির্বাহী জ্যাক মার লিখিত জবাব চেয়েছেন আদালতের বিচারক।
এদিকে, এক বিবৃতিতে ইউসি ইন্ডিয়া বলেছে, ভারতের বাজার এবং সেখানকার স্থানীয় কর্মীদের কল্যাণের প্রতি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে তারা স্থানীয় আইন মেনে চলে। তবে চলমান এই মামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউসি ইন্ডিয়া।
ভারতের আদালতের এই সমন জারির ব্যাপারে আলিবাবা অথবা জ্যাক মার পক্ষে কেউ মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে রয়টার্স।