জামুর্কীর ১৬৫০ দরিদ্র পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছেন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩ পিএম, রোববার, ২৬ জুলাই ২০২০ | ৫৫০

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদুল আযহা উপলক্ষে জামুর্কী ইউনিয়নের ১ হাজার ৬৫০ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।

রবিবার সকালে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দরিদ্র পরিবারের মধ্যে ওই চাল বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করেন জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব উত্তম পোদ্দার, ইউপি সদস্য আব্দুল কাদের খান কয়েস, নুরুল ইসলাম পিয়ারা, খোরশেদ আলম, সেলিম প্রমুখ।