কোচিং বানিজ্য বন্ধ করুন: ডেপুটি স্পিকার


আজ শনিবার দুপুরে হাতিয়া দ্বীপের ত্রুতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এএম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া (এমপি) শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোচিং বাণিজ্য বন্ধ করে মানসম্মত শিক্ষা প্রদাণ করুন।
ডেপুটি স্পিকার বলেন, শিক্ষা মন্ত্রী যখন প্রশ্ন ফাঁসের জন্য শিক্ষকদেরকে দায়ী করে বক্তব্য দেন তখন সত্যিই লজ্জা হয়।
শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। তাঁরা যেন নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দুরে রাখেন। ছেলে মেয়েদের পড়া লেখার মুলদিক নির্দেশক হচ্ছেন মায়েরা। এ বয়সের ছেলে-মেয়েদের হাতে যেন মুঠোফোন দেয়া না হয় সে জন্য মায়েদের প্রতি তিনি অনুরোধ জানান তিনি।
হাতিয়ার ঐতিহ্যবাহী এএম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আহবায়ক আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে বক্তদব্য রাখেন- হাতিয়া পৌর মেয়র একেএম ইউছুপ আলী, হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ ওয়ালী উল্লাহ, ডাক্তার বদরুল আমিন আতিকুল ইসলাম, আশিকুল ইসলাম, ফজলে এলাহি শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাছান ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার।
উল্লেখ্য, ১৯৬৭ সালে নোয়াখালী জেলার মুল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়ার এ দ্বীপে প্রাক্তন প্রতিমন্ত্রী মরহুম আমিরুল ইসলাম কালামের হাত ধরে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। এটি এ দ্বিপের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শনিবার স্কুলে নবীন ও প্রবীনদের মিলন মেলা ঘটে।