বাগেরহাটে ইয়াবাসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫ পিএম, শনিবার, ২৫ জুলাই ২০২০ | ৫০০

বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১শ ৫০ ইয়াবাসহ হুমায়ুন কবির হাওলাদার ওরফে ময়না (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই)  দুপুরে শহরের হাড়িখালী গ্রামের কাঠেরপোল এলাকা থেকে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন জানান, হাড়িখালী এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবির হাওলাদার ওরফে ময়নাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।