বন্যা দুর্গতদের মাঝে আইজিপি'র ত্রাণ উপহার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, শনিবার, ২৫ জুলাই ২০২০ | ৪৯৫

টাঙ্গাইল বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে আইজিপির ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার যমুনা তীরবর্তী কুকাদাইর এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শাহিনুল ইসলাম ফকির, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান  মনিরুল ইসলাম বাবু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনির হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরাম উদ্দীন তারা মৃধা ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারসহ অন্যান্যেরা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সাবান, শাড়ি, লুঙ্গি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।