নাটোর জেলা পুলিশের ২৪টি ইউনিটের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ পিএম, শনিবার, ২৫ জুলাই ২০২০ | ৪৮১

করোনা ভাইরাস প্রতিরোধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নাটোর জেলা পুলিশের ২৪টি ইউনিটের মধ্যে ভিটামিন ডি ক্যাপসুল, হ্যান্ড গ্লোভস সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিট সদস্যদের মাঝে এসব বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

মোট ২৪টি ইউনিটের মধ্যে মোট ৪৬০০ পিচ ভিটামিন ডি ক্যাপসুল, ২০ হাজার পিচ হ্যান্ড গ্লোভস, ক্যালেন্ডার, সুভেনির ও বিট পুলিশিং আওতায় কোভিট'১৯ আইডেন্টিফিকেশান কোড টোকেন বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সহ গণমাধ্যম কর্মী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।