টাঙ্গাইলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৮ এএম, শনিবার, ২৫ জুলাই ২০২০ | ৬০৭

টাঙ্গাইলে ২০০ বোতল ফেন্সিডিলসহ মো. ময়নুল (৪৫) নামক একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তার কাছে থাকা একটি পিকআপ ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনি. সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়নুল দিনাজপুরের ঘোড়া ঘাট উপজেলার আফসারাবাদ (রানীগঞ্জ বাজার) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের রাবনা এলাকায় পাকা রাস্তায় উপর অভিযান পরিচালনা করে ময়নুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০০ বোতল ফেন্সিডিল, একটি পিকআপ ও ১ টি মোবাইলসেট জব্দ করা হয়।আসামীর বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।