মির্জাপুরে ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ে বিভ্রান্তি

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৫ পিএম, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | ৬২৫

মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহিন না অঞ্জন এলাহি । এ প্রশ্ন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জেলা ছাত্রদল বলছে, গঠনতন্ত্র অনুযায়ী আরিফুজ্জামান শাহিন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

অন্যদিকে মির্জাপুর উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া বলছেন, অঞ্জন এলাহি বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এদিকে দুই নেতাই নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরন ও সিনিয়র নেতাদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। দুই নেতা নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালে মো. ফরিদ মিয়া সভাপতি ও সাইদুর রহমান শপথকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রদল। ওই কমিটিতে আরিফুজ্জামান শাহিনকে এক নম্বর যুগ্ম সম্পাদক, কাজী হারিজ ও অঞ্জন এলাহিকে যথাক্রমে দুই ও তিন নম্বর যুগ্ম সম্পাদক রাখা হয়।

সাইদুর রহমান শপথ জীবিকার প্রয়োজনে চাকরি নিয়ে প্রায় এক বছর আগে সৌদি আরব পাড়ি জমালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়ে পড়ে। এতে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে সম্প্রতি উপজেলা ছাত্রদলের সভাপতি কমিটির তিন নম্বর যুগ্ম সম্পাদক অঞ্জন এলাহিকে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে এক নম্বর যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বিধান থাকলেও উপজেলা ছাত্রদল সভাপতি মো. ফরিদ মিয়া অঞ্জন এলাহিকে এ দায়িত্ব দেন। এনিয়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অন্যদিকে উপজেলা ছাত্রদল সভাপতির গঠনতন্ত্রবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কমিটির এক নম্বর যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিন জেলা ছাত্রদলের কাছে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক মো. শাহাদত হোসেন বিদ্যুৎ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আরিফুজ্জামান শাহিনকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়াকে চিঠি দেন। চিঠির অনুলিপি মির্জাপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞাকে দেয়া হয়।

জেলা ছাত্রদল, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়াকে চিঠি দিলেও তিনি তা আমলে না নিয়ে অঞ্জন এলাহিকেই মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

একদিকে আরিফুজ্জামান শাহিন, অন্যদিকে অঞ্জন এলাহি দুজনেই নিজেদের উপজেলা ছাত্রদলের বৈধ সাধারণ সম্পাদক দাবি করে পৃথকভাবে ছাত্রদলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

টাঙ্গাইল জেলা ছাত্রদল বলছে, আরিফুজ্জামান শাহিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, অন্যদিকে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া বলছেন, অঞ্জন এলাহি মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দুই নেতা নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া বলেন, আরিফুজ্জামান শাহিন এক নম্বর যুগ্ম সম্পাদক হলেও বিগত আন্দোলন সংগ্রামে তাকে পাওয়া যায়নি। দুই নম্বর যুগ্ম সম্পাদক কর্মজীবনে প্রবেশ করায় উপজেলা ছাত্রদলের বর্ধিত সভায় তিন নম্বর যুগ্ম সম্পাদক অঞ্জন এলাহিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অঞ্জন এলাহিই উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে তিনি দাবি করেন।

একই প্রশ্নের উত্তরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শাহাদৎ হোসেন জানান, টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে মির্জাপুর উপজেলা ছাত্রদলের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এক নম্বর যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম পরিচালানার জন্য উপজেলা ছাত্রদল সভাপতিকে নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক আরিফুজ্জামান শাহিন মির্জাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে তিনিও দাবি করেন।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী এক নাম্বার যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিনকেই মির্জাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ নিযুক্ত করা হয়েছে।