আজ সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ এএম, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | ৪৯৯

আজ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। দেশের ২ কোটি ২১ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ ইউনিটের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থাকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল। আন্তর্জাতিক ল্যাবরেটরিতে পরীক্ষিত এই ক্যাপসুল ডেনমার্ক থেকে সংগ্রহ করা হয়েছে, যা শিশুর শরীরে অত্যন্ত কার্যকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে (ফেরিঘাট, লঞ্চঘাট, বাস স্টেশন, রেলস্টেশন, বঙ্গবন্ধু সেতু এবং দাউদকান্দি ও মেঘনা সেতু) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রায় ২ লাখ স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবীরা এই দায়িত্ব পালন করবেন। ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা প্রস্তুত শিশুর মুখে এই ক্যাপসুল তুলে দিতে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকবেন দুজন করে স্বাস্থ্যকর্মী।

যেসব শিশু থাকবে যাত্রাপথে, তারাও বাদ যাবে না এই ভিটামিন খাওয়া থেকে। কারণ পথের মাঝে গড়া অস্থায়ী কেন্দ্রগুলোতে থাকা দুজন স্বাস্থ্যকর্মীর একজন যাত্রারত শিশুদের অভিভাবককে বুঝিয়ে কেন্দ্রে নিয়ে আসবে অপর স্বাস্থ্যকর্মী তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেবে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৭’-এর দ্বিতীয় সেশনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে ৫ আগস্ট বছরের প্রথম সেশনে প্রায় দুই কোটি শিশুকে এই ভিটামিন খাওয়ানো হয়। যারা প্রথম সেশনে ভিটামিনটি পায়নি, শুধু তাদেরকেই এই সেশনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।