ভোলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ পিএম, বুধবার, ২২ জুলাই ২০২০ | ৬১৬

ভোলার সদর উপজেলায় পাঁচশত পিচ ইয়াবাসহ মো. মেহেদী হাসান রাজু (২৫) ও মো. মিরাজ (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২২জুলাই) রাত ৮ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুপ্তমুন্সি বিশ্বরোড মোড় এলাকায় জনৈক আলমের তেলের দোকানের সামনে ভোলা ইলিশা মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত মো. মেহেদী হাসান রাজু ভোলা সদর থানাধীন ধনিয়া ১নং ওয়ার্ডের বরকোন্দাজ বাড়ির বশির আহম্মেদের ছেলে ও মো.মিরাজ ভোলা সদর থানাধীন বাপ্তা ইউনিয়নের চাঁচড়া ৪নং ওয়ার্ডের মো. আলমের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরির্দশক (এসআই) (নিঃ)/রতন কুমার শীল ও এএএসআই(নিঃ)/মো. সুজন মাঝি, এএসআই (নিঃ)/মো. মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুপ্তমুন্সি বিশ্বরোড মোড় এলাকায় জনৈক আলমের তেলের দোকানের সামনে ভোলা ইলিশা মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে পাঁচশত পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।