টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশুদ্ধ পানি বিতরণ


যমুনাসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পানির তোড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে টাঙ্গাইলের বিভিন্ন স্থানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তাঘাট। জেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।
এ বন্যা কবলিত পানি বন্দি পরিবারকে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এর পক্ষে থেকে বিশুদ্ধ পানি বিতরণ শুরু করা হয়েছে।
আজ ২২ জুলাই ( বুধবার) সারাদিন ব্যাপী জেলার নাগরপুর উপজেলা এলাসিন এলাকায় পানি বন্দি পরিবারের মাঝে এ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এর আগে গত ১৪ তারিখ জেলার ভুঞাপুর উপজেলা থেকে এ বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এম এ রৌফ বলেন গত ১৪ তারিখ হতে বন্যা কবলিত পানি বন্দি পরিবারকে প্রতিদিন ১৪০০ লিটার করে প্রায় তিনশত পরিবারকে ৫ লিটার করে ঝেরিক্যান যেটা পানিতে বাসমান অবস্থায় থাকে সেটা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিট এর পক্ষে থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। আজ অষ্টম দিন নাগরপুর উপজেলা এলাসিন এলাকায় এ বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে । আগামী আরোও সাত দিন জেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশুদ্ধ পানি দেওয়া হবে।