করোনায় আক্রান্ত জোয়াহের এমপি

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৯:১৫ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ৫৫৯

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো:ওয়াহিদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তার নমুনার ফলাফল পজিটিভ আসে। ‘গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার তার নমুনা ঢাকায় পাঠানো হয়। পরে আজ রাতে নমুনার ফলাফলে পজিটিভ আসে।

তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ চিকিৎসার জন্য রাতেই ঢাকা স্কয়ার হাসপাতোলে ভর্তির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে’।