টাঙ্গাইলে হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মালঞ্চ গ্রামে হৃদয় (১৪) ও আব্দুল আলীম(১৪) এর বিরুদ্ধে হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
সোমবার(৬জুলাই) বিকেলে মালঞ্চ পশ্চিম পাড়া গ্রামের ধলেশ্বরী নদীর পাড় প্রায় ৫শতাধিক গ্রামবাসী এ বানববন্ধন করেন।
মামলা সূত্রে জানাযায়, আহাম্মদ হোসেন বাবু(১৪),গত ৩০জুন আনুমানিক ১১টার দিকে তিনজন একত্রে বাড়ী হতে হাফ কিলোমিটার পানিতে সাতইরাইয়া মালঞ্চ পশ্চিম পাড়া জনৈক মন্ডলের পুকুর পাড়ে লাগানো কলা বাগানে কলাগাছ কেটে ভেলা বানাতে গিয়ে আহাম্মদ হোসেন বাবু আর ফিরে আসেনি। পরে তার পরিবার অভিযোগ এনে মামলা করে ঐ দু’জনের বিরুদ্ধে এই মামলা কে কেন্দ্র করে মো:হৃদয় হোসেন(১৪),পিতা-মৃত.আব্দুস সবুর মন্ডল ও মো: আব্দুল আলীম(১৪),পিতা-মো:ময়নাল হোসেন কে গত ২জুন রাত আনুমানিক ৯টার দিকে রাঙ্গাচিড়া সাকিন হইতে গ্রেফতার করেন পুলিশ। পরে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় লিপিবদ্ধ করে পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
হৃদয়ের মা মোছা:সাহেরা বেগম জানান,আমার স্বামী নেই। অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই। আমার ছেলে সম্পর্ণ নির্দোষ।
আব্দুল আলীমের মা মোছা: আলিয়া বেগম জানান,আমার স্বামী ভ্যান গাড়ি চালিয়ে সংসার চালায়। আমরা অনেক গড়িব দিন আনি দিন খাই। কার কাছে সাহায্য চাব বুঝে উঠতে পারছিলাম না। পরে এলাকাবাসীর সাহায্যে আমরা আজ
মানববন্ধন করি। তিনি আরো বলেন,আমার ছেলে সম্পর্ণ নির্দোষ এ অপরাধের সাথে আলীম ও হৃদয় জড়িত নয়।
এলাকাবাসী মানববন্ধনে বলেন, ওরা কোন হত্যার সাথে জড়িত না। আমাদের দাবী মিথ্যা মামলা প্রত্যাহার করে ওদের কে মুক্তি দেওয়া হোক।
মগড়া ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. স্বপন মিয়া বলেন,আমি ওদেরকে ছোট থেকে দেখে আসছি ওয়া অনেক ভাল ছেলে। আমার মনে হয় ওরা এ কাজের সাথে জড়িত নয়।
এ ব্যাপারে মগড়া ইউনিয়ন পরিষদের চ্যায়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আজহারুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান,এ বিষয়ে আমি অবগত নয় এবং কেউ আমাকে বিষয়টি জানায়নি।