মধুপুর-ধনবাড়ীতে

পিয়াজ-মরিচের ঝাঁজ সমানতালে

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ২০৫৭

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে কাঁচা বাজারের বিক্রেতারা আছে ফুরফুরে মেজাজে। অপর দিকে ক্রমাগত দাম বৃদ্ধির কারণে চাপা ক্ষোপ বিরাজ করছে ক্রেতাদের মাঝে।

গত কয়েক সপ্তাহ পিয়াজ এবং কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধিতে ক্রেতারা নাভিশ্সাব হয়ে উঠেছে।যার প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের উপর। ক্রেতাদের দাবি বাজারে এসব কাঁচামালের কোন ঘাটতি নেই।

সরেজমিন মধুপুর-ধনবাড়ী এই দুই উপজেলার বাজার ঘুরে পিয়াজ ও কাঁচামরিচের কোন সংকট দেখা যায়নি। বাজারে প্রতি কেজি দেশী পিয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর কাচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

পিয়াজ ও কাঁচামরিচের খুচরা কাঁচামাল বিক্রেতা মো. নওয়াজ আলী জানান,বর্তমানে প্রতি কেজি দেশি পিয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। কাচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা। পিয়াজ ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি। চলতি সপ্তাহের শুরুতেই প্রতি কেজিতে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা থেকে ৪০ টাকা। দুই মাস আগে পিয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। আর কাঁচামরিচের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

মধুপুর বাজারের এক আড়ৎদারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমরা প্রতি মন পিয়াজ ৩ হাজার ২ শত টাকা থেকে ৩ হাজার ৬ শত টাকা পর্যন্ত কিনেছি।

ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের জয়বাংলা হাটে বাজার করতে আসা বাজিতপুর গ্রামের আবুল হোসেন নামে এক সাধারণ ক্রেতা তার হতাশার কথা বলতে গিয়ে বলেন, আমাদের মত নিন্মমধ্যবিত্ত পরিবার মানুষেরই যত সমস্যা, বাজার করার জন্য যে টাকা ধার্য থাকে তার পিয়াজ ও কাঁচামরিচ কিনতেই শেষ হয়ে যায়।

খুব তাড়াতাড়ি পিয়াজ ও কাঁচামরিচের দাম কমানোর দাবি সাধারণ ক্রেতাদের। এ ভাবে দফায় দফায় পিয়াজ ও কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের পরিস্থিতি হতাশা জনক। সাধারণ মানুষের অনুরোধ সরকার যেন দ্রুত পিয়াজ ও কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখে।