মিঠাপুকুরে কাফ্রিখাল ইউপিতে হাইজিনকিট বিতরণ


কোভিট-১৯ করোনা পরিস্থিতি মােকাবেলায় রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখালে যুবদের মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়েছে । অক্সফ্যামের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্টের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান যুবদের হাতে হাইজিনকিট তুলে দেন ।
সোমবার দুপুরে ইউনিয়নের কুমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাইজিন কিট বিতরণ করা হয়।
এ সময় প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নুরুন্নাহার পারভীন ,প্রজেক্ট ফ্যাসিলিটের আহসান হাবীব,কুমর গঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লেবু, কাফ্রিখাল যুব ফোরামের সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক লিপন চন্দ্র উপস্থিত ছিলেন ।
ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ২৫ জন যুবদের মধ্য ১০ টি সাবান , হুইল পাউডার ১ কেজি , হ্যাড ওয়াশ ডিভাইস ও ৮ টি নাপকিন কাপড় বিতরণ করা হয় ।