ভোলায় দৌলতখানে পানিতে ডুবে ও তজুমদ্দিনে সাপের কামড়ে দুইজন নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৩৮১

ভোলার দৌলতখান পানিতে ডুবে তাহমিদ (৩) নামে এক শিশু ও তজুমদ্দিনে সাপের কামড়ে শাহাবুদ্দিন (৪৫) নামে এক যুবকসহ দু’জন নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৩শে জুন) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা নিহত হয়। নিহত তাহমিদ দৌলতখান উপজেলা সদরের শরীফ হোসেনের ছেলে ও শাহাবুদ্দিন তজুমদ্দিন উপজেলা সদরের বাসিন্দা।

ভোলা সদর হাসপাতালে সূত্র জানান, গত রবিবার সাপের কামড়ে গুরুতর অসুস্থ অবস্থায় তজুমদ্দিনের বাসিন্দা শাহাবুদ্দিনকে ভোলা সদও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার(২৩ জুন) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, দৌলতখান উপজেলা শহরে পুকুরের পানিতে ডুবে যাওয়া মুমূর্ষ তাহমিদ নামে এক শিশুকে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।