নাটোরের সর্বোচ্চ নম্বরধারী সিনথিয়া সেলিম হলি দূর্যোগ মোকাবেলায় গবেষণা করতে চায়


২০২০ সালের এসএসসি পরীক্ষায় নাটোরের মধ্যে সর্বোচ্চ ১২৬২ নম্বর পেয়ে রেকর্ড গড়েছেন সিনথিয়া সেলিম হলি। এর আগে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি সহ ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছিল। স্কুলের শিক্ষকরা রাজশাহী শিক্ষাবোর্ডে তার মেধা তালিকায় স্থান হবে বলে আশাবাদী। সে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। হলির মা হোসনে আরা বিউটি পেশায় একজন গৃহিণী।
পিতা এম এ সেলিম নাটোর গ্রীণ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। একমাত্র মেয়ের এমন রেজাল্টে খুব খুশি পিতামাতাসহ আতœীয় স্বজন ও শিক্ষকেরা। হলির পিতা এম এ সেলিম বলেন, মেয়ের প্রচন্ড আতœমনোবল নিয়ে পড়াশুনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের প্রতিঅনেক আগ্রহ। মেয়ের ইচ্ছা শক্তি দিয়ে মানুষের সেবামূলক কাজে সে যেন উৎসর্গ করতে পারে এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ভবিষ্যতের ইচ্ছা প্রসঙ্গে জানতে চাইলে সিনথিয়া সেলিম হলি বলেন, বর্তমান সময়ে করোনা মোকাবেলায় গবেষণামূলক তেমন ফলপ্রসু অগ্রগতি না দেখে আমাকে ব্যথিত করেছে। সবার দোয়া নিয়ে আমি ভবিষ্যতে এ ধরনের মহামারী দূর্যোগ মোকাবেলায় বিজ্ঞান সম্মত গবেষণা করে স্থায়ী সমাধানে নিজেকে উৎসর্গ করতে চাই। এজন্য সবার কাছে দোয়া চাই।