মির্জাপুরে খামাড় যান্ত্রিকীকরণে মাঠ দিবস

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০ এএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ৭২৮

টাঙ্গাইলের মির্জাপুরে খামাড় যান্ত্রিকীকরন এবং ফসল উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় পর্যায় এর আওতায় পাওয়ার টিলার চালিত সিডার প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে এই প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।

প্রদর্শনী ও মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী।

প্রদর্শনীতে স্থানীয় কৃষকদের খামাড় যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
খামাড় যান্ত্রিকীকরনে সময় কম লাগে এবং উৎপাদিত ফসলের পরিমান ১০-১৫ ভাগ বৃদ্ধি পাবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন।