বিশ্বে মৃত্যু ছাড়াল ৪ লাখ ৬৬ হাজার, আক্রান্ত ৮৯ লাখ ২২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, রোববার, ২১ জুন ২০২০ | ৪৪৬
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯২২ জন। 

এদিকে বাংলাদেশে গতকাল শনিবার নতুন করে শনাক্ত হন ৩ হাজার ২৪০ জন এবং মৃত্যু হয় ৩৭ জন ব্যক্তির। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন এবং এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৫ জনের।


মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭ হাজার ১৩৯ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৫৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১১০ জন।