এমপি মোসলেম উদ্দিনসহ পরিবারের ১০ জন আক্রান্ত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ৫০৮

পরিবারের ১০ সদস্যসহ করোনা সংক্রমিত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। গতকাল বুধবার (১০ জুন) তাদের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী, বড় মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতী ও দুই গৃহকর্মী রয়েছেন বলে সিভিল সার্জন জানান।

ডা. সেখ ফজলে রাব্বি জানান, লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় তিনিসহ তার পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়। তারা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন। করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, তাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা এখনও শেষ হয়নি। বাকিদের আজ (বৃহস্পতিবার) পরীক্ষা করা হবে।

এর আগে পরিবারের ১১ সদস্যসহ করোনা শনাক্ত হন চট্টগ্রামের বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। গত ৬ জুন সংসদ সদস্য মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার ব্যক্তিগত সহাকারীর করোনার নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।