মির্জাপুরে দুই নারীসহ চারজন করোনা আক্রান্ত; সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১ পিএম, বুধবার, ১০ জুন ২০২০ | ৫৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে ক্রমাগত হারে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ উপজেলায় নতুন দুই নারীসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৪ জনে।

বুধবার (১০ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তরা হলেন, মির্জাপুর বাজারের বাসিন্দা নারী (৪৫) ও সৈয়দা রাশেদা দুলাল (৭০), গোড়াই ইউনিয়নের বাসিন্দা (৪০), বহুরিয়া ইউনিয়নের বেত্রাসিন গ্রামের বাসিন্দা (৫৭)। টাঙ্গাইল জেলার মধ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।