টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১৩৫, সুস্থ ৩৮জন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ | ১০২৬

টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩৫ আর সুস্থ হয়েছেন ৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে নতুন আক্রান্ত এই চারজনের নমুনা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল।

আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। এছাড়া বাকি দুইজনের একজনের বাড়ি মির্জাপুর উপজেলায় আর একজন ঘাটাইলের।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। 

তিনি জানান, এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছিল ৪৮০০টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪১৯০টি। সুস্থ হয়েছেন ৩৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫১২ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

আজ বৃহস্পতিবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ২২৭টি আর ২৫১ নমুনার ফলাফল এখনও আসেনি।