গোপালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বিবাহিত যুবক আটক

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:০২ পিএম, বুধবার, ২৭ মে ২০২০ | ৩৮৪

টাঙ্গাইলের গোপালপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল নামে এক বিবাহিত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।

অপরদিকে দুপুরে উপজেলার ঝাওয়াইল নামক স্থান থেকে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় স্বামী আইয়ুব নবীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করাসহ লম্পট জুয়েলকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের গোপালপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় জুয়েল নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

অপরদিকে উপজেলার ঝাওয়াইল থেকে সম্প্রতি স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় স্বামী আইয়ুব নবীকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।