মির্জাপুরে হাইওয়ে পুলিশের বেতনের টাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার সকল পুলিশ সদস্যদের বেতনের টাকা থেকে কিছু অংশ কর্মহীন হয়ে পড়া ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার (৬ মে) থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ ও ১ টি করে সাবান।
গতকাল (২৩ মে) ঈদ উপলক্ষে অসহায় মানুষদের সেমাই, চিনি, তৈল, পোলার চাউল, বিতরণ করেন সহকারি পুলিশ সুপার (সাভার হাইওয়ে সার্কেল) মো. জাহিদুল ইসলাম।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমরা নানাভাবে কর্মহীন ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করেছি। হাইওয়ে থানার সকল পুলিশ সদস্যদের অর্থায়নে অসহায় ২ শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী ধাপে ধাপে পৌঁছে দিয়েছি এবং করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করছি।