টাঙ্গাইলে নতুন করে আরো ৮জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, শুক্রবার, ২২ মে ২০২০ | ৩৩৫৪

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলায় নতুন করে ৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে দেলদুয়ার উপজেলায় দুই জন মির্জাপুর উপজেলায় দুই জন, গোপালপুর উপজেলায় একজন, ভূঞাপুর উপজেলায় একজন, ঘাটাইল উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন রয়েছে। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয় ১৮৫৩ জন। এ পর্যন্ত ৪০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মৃত্যু হয়েছে ৪জন।

তিনি আরো জানান, জেলা থেকে সর্বমোট ৪২৬৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এদের মধ্যে ৯৬ জনের রিপোর্ট পজিটিভ ও ৩৭৬৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

টাঙ্গাইল জেলনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, জেনারেল হাসাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৪জন ভর্তি হয় তাদের মধ্যে ৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৮জন চিকিৎসাধীন রয়েছে।