টাঙ্গাইলে বুরো বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বুরো বাংলাদেশ।
টাঙ্গাইল শিবনাথ স্কুল মাঠে আজ সকালে বুরো বাংলাদেশ এর উদ্যোগে দুই শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বুরো বাংলাদেশ আনচলিক ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, বিভাগীয় ব্যবস্থাপক হারুন অর রশীদ, হেলর্থকেয়ার গভনিংবডির সদস্য ডা. মো. মোখলেছুর রহমান প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাই ইত্যাদি।