বাসাইলে অসহায় ৭২৫ পরিবারের পাশে দাঁড়ালো দিলীপ কুমার সাহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৪৭০

টাঙ্গাইলের বাসাইলে অসহায় ৭২৫ পরিবারে পাশে দাঁড়ালো আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের (এটিএম লুঙ্গি) ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা।

আজ শনিবার (১৬ মে) সকালে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যলয় মাঠে তার ব্যক্তিগত উদ্যোগে ২২৫ জন দুস্থ অসহায় ও হতদরিদ্র পরিবারেরর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। গত ৪ মে আরো ৫০০ দুস্থ অসহায় ও হতদরিদ্র পরিবারেরর মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

সহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার সপ্না।

এসময় দিলীপ কুমার সাহার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু গৌরাঙ্গ মোহন সরকার ও মহাদেব সাহা। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল,ডাল, তেল, চিনি, পিয়াজ, আলু ও সাবান প্রদান করা হয়।