পঞ্চগড়ে বঙ্গমাতা কলেজে চুরি

আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৪৩১

পঞ্চগড় সদর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজে তালাবদ্ধ কক্ষ থেকে ১ টি দামি কম্পিউটার সেট, ৪ টি সিলিং ফ্যানসহ অন্যান্য মালামালের চুরির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (১৫ মে) রাতে নৈশপ্রহরী না থাকার সুযোগে কলেজ কক্ষের তালা ভেঙে  চুরি করে দুর্বৃত্তরা।

অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানসহ পঞ্চগড় সদর থানায় জানানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন  বলেন, পুলিশ চুরির  ঘটনা খতিয়ে দেখছে।