সচেতন মানুষ দুর্নীতিবাজদের ভোট দিতে পারে না.শেখ হাসিনা

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৪৬১
ফাইল ছবি

জিয়া পরিবারের দুর্নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় তাদের নামে জাহাজ বের হয়েছে- কোকো-১, কোকো-১ নামে।

এখন দেখি শপিং মল, ফ্ল্যাট আর হাজার হাজার কোটি টাকা বের হয়। তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, রাজনীতি করার!’ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের সচেতন মানুষ কখনো এই দুর্নীতিবাজদের ভোট দিতে পারে না। যুদ্ধাপরাধীদের সহায়তাকারী, যুদ্ধাপরাদীদের সন্তানদের নিজ দলে সদস্য যারা করেছে, তাদের কখনো মানুষ ভোট দেবে না।’

রোববার বিকেল সোয়া ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। এতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।