কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সামগ্রী দিল গণস্বাস্থ্য কেন্দ্র

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, শনিবার, ৯ মে ২০২০ | ৪৯৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সহ করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী দিল গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নিকট সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডাইরেক্টর হেলথ এন্ড ট্রেনিং এ কে এম রেজাউল হক।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, পিপিই গ্রাউন্ড শো কভার ৬০০ পিচ, হ্যান্ড গ্লাভস ৩ হাজার পিচ, আই প্রটেকশন গ্লাস ১৮০ পিচ ও সার্জিক্যাল মাস্ক ১২০০ পিচ।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডাইরেক্টর হেলথ এন্ড ট্রেনিং এ কে এম রেজাউল হক জানান, এটি আমাদের প্রথম ধাপ। পরবর্তীতে এ সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।