গোপালপুরে পাপিয়া সড়ক উদ্বোধন
 
												 
																			বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেড়ারেশন এর প্রেসিডিয়াম সদস্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সদ্য প্রয়াত পাপিয়া সেলিম এর নামে তার গ্রামের বাড়ী টাঙ্গাইলের গোপালপুরের শিমলা পাড়া-হেমনগর সড়কের নাম করণ করা হয়েছে।

আজ সকালে পাপিয়া সড়ক উদ্বোধন করেন গোপালপুর- ভূয়াপুর আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি এর পক্ষে গোপাল পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হালিমুজ্জামান তালুকদার ।
এসময় উপস্থিত ছিলেন- পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো: সেলিম তরফদার,সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাচ্চু,জননেত্রী শেখ হাসিনা পরিষদেও অর্থ সম্পাদক কাজী সোহরাব হোসেন,মেহেদী পারভেজ জালাল,ছালেহা আক্তার ইতি, রমেছা খানম, জাতীয় সাংবাাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক জোবায়েত মল্লিক বুলবুল, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার,উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এম আজমল খান ,বি আর ডিপির চেয়ারম্যান মো: বাবুল আকন্দ, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম হীরা, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক শেখ রাসেল।
ধনবাড়ী পাপিয়া স্মৃতি সংসদের ধনবাড়ী শাখার সভাপতি টেলিভিশন চ্যানেল এস এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী শাখার আইন বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ শক্তি।
এসময় আরো উপস্থিত ছিলেন-দৈনিক আমার সংবাদ পত্রিকার গোপালপুর প্রতিনিধি সাংবাদিক সোহেল। পাপিয়া সড়ক উদ্বোধনের সময় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পাপিয়া টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর পুরাতন তালুকদার বাড়ীর কৃতি সন্তান।
 
                         
 
             
            