নতুন বাসটার্মিনালে যানজটের কারনে জনগনের চরম ভোগান্তি

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৬:১২ পিএম, বুধবার, ৯ আগস্ট ২০১৭ | ৫৪৭

টাঙ্গাইল নতুন বাস-টার্মিনালে প্রতিনিয়ত চরম যানজট লেগেই থাকে।

এর কারনে মুমূর্ষ রোগীদের অনেক সময় সদর হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় এ্যাম্বুলেন্স যানজটে আটকে যায়। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীরা যথা সময়ে কলেজে পৌঁছাতে দেরী হয়।

ভাবে যানবাহন চলাচল ও পার্কিং এর জন্যই সৃষ্টি হয় এই যানজট। এই যানজট নিরসনের ব্যাপারে আমরা কথা বলি টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সম্পাদক মোঃ শফিউল আলম তুষার এর সাথে।

যত্রতত্র যাতে গাড়ী না রাখা হয় বাস ষ্ট্যান্ডে সে ব্যাপারে তিনি আস্বস্থ করেন এবং তিনি এই যানজটের কারন হিসেবে কিছু দিক উল্যেখ করেন (১) বাসটার্মিনালের রাস্তায় পাশে অবৈধ দখলের কারনে গাড়ি পার্কিং অসুবিধা হয়, এর ফলে সৃষ্টি হয় এই যানজট।

(২) ফিলিং স্টেশনে যাওয়ার গাড়ি গুলোর লাইন রাস্তায় এসে পরে। (৩) অধিক সংখ্যক ইজিবাইক এলোমেলো ভাবে চলে। এছাড়াও আরো কিছু কারন উলে­খ করেন তিনি।

যানজট নিরসনের ব্যাপারে তিনি বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ, পেট্রোল পাম্পের গাড়ি পার্কিং ব্যবস্থার পরির্বতন, নির্ধারিত অটো ষ্ট্যান্ড, ট্রাফিক ব্যবস্থা জোরদার করে ও রোড ডিভাইডার করলে যানজট নিয়ন্ত্রনে আনা সম্ভব।

এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগীতা আশা করেন। বাসটার্মিনালের আসেপাশের এলাকা বাসীদেরও দাবী এই যানজটের নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।