টাঙ্গাইলে আজও ২ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ এএম, শুক্রবার, ৮ মে ২০২০ | ৩৬২০

আজও টাঙ্গাইলে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে একজন টাঙ্গাইল সদরে কর্মরত এক চিকিৎসক এবং মির্জাপুরে ওয়ার্শি ইউনিয়নে আরেকজন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৪৬ জনে দাঁড়ালো।

শুক্রবার (৮ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্ত চিকিৎসক সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘আজ সকালে ঢাকা থেকে দুইজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এরমধ্যে একজন চিকিৎসক রয়েছে। অপরজন নারায়ণগঞ্জ ফেরত। তাদের চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’