টাঙ্গাইলে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান


মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।
অাজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহিরুল ইসলাম ডিপটি, ফজলুল হক বীর প্রতীক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সন্মাননা প্রদান করা হয়।