বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ এএম, মঙ্গলবার, ৫ মে ২০২০ | ৪৭৫

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা লেগে অপর ট্রাকের সহকারী শরিফুল ইসলাম (৩৬) নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার আহম্মেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল রাজশাহী জেলার বাগমারা থানার মুগাইপাড়া গ্রামের লোকমান ম-লের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ জানান, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোর গামী মালবোঝাই একটি ট্রাক আহম্মেদপুর কলেজের সামনে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়েছিল।

এ সময় বিকল ট্রাকটিকে একই দেখতে আসা অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার শরীফুল ঘটনাস্থলেই মারা যায়।