ছাত্রলীগ নেতা রাকিবের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৮২৩

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা ৩০টি পরিবারে মাঝে সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবের খাদ্য সামগ্রী বিতরণ।

আজ রবিবার বিকালে দাইন্যা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা রাকিব বলেন সারা বিশ্বে করোনাভাইরাস আজ মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশে এই করোনা হানা দিয়েছে। দেশজুড়ে চলছে লকডাউন ফলে অনেক অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে । আমার সাধ্য অনুয়ায়ী আজ ৩০টি পরিবারে মাঝে ৫ কেজি করে আটা বিতরণ করেছি।