কালিহাতীতে প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৪৯৪

করোনা ভাইরাসের কারনে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বাঁশী মাদ্রাসা প্রাঙ্গণে দক্ষিণ আফ্রিকা প্রবাসী হাবিবুর রহমান সিদ্দিকী লিটনের অর্থায়নে চার শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিনি, তেল, আলু ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ( কালিহাতী সার্কেল ) রাসেল মনির, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, কাউন্সিলর মুক্তার আলী, ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক ওয়ারেছুল ইসলাম প্রমুখ।