কাউন্সিলর প্রার্থী রোস্তম আলীর খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধে পৌর এলাকার ১০ নং ওয়ার্ড কাজিপুর গ্রামে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে কাউন্সিলর প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সদস্য ও টাঙ্গাইল জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৪ এপ্রিল বিকালে কাজিপুর মহিলা মাদ্রাসা মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন।
এ সময় ২০০ শত পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে আরো পাঁচশত লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রটোরি এম এ রৌফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।