টাঙ্গাইলে আরো একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ১৭৬৩

টাঙ্গাইলে নতুর করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল।  

মঙ্গলবার (২১ এপ্রিল)  সকালে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি নাগরপুর  উপজেলায় মাহমুদনগর ইউনিয়নে। এ নিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা ৪ জন। 

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত ১০ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। পরে রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি আরও জানান, এর আগেও উপজেলাটিতে ওই ওষুধ কোম্পানিতে কাজ করা আরেক ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা একই সঙ্গে কাজ করলেও আলাদা থাকতেন বলে জানান তিনি।