কালিহাতীতে মহান বিজয় দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ২১৪

টাঙ্গাইলের কালিহাতীতে মিছিল, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বিজয়ের ৪৬ তম দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার ভোর ৬টা ৩১ মিনিটে কালিহাতী আর এস পাইলট মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় তোপধ্বনীর মধ্য দিয়ে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো এক এক করে ফুলের তোড়া দিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টা ৩০ মিনিটে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা সুলতানা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাফিজা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী কলেজের অধ্যক্ষ আঃ রহিম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল অঞ্চলের সমন্বয়ক আলহাজ্ব কৃষিবিদ মীর মিজানুর রহমান, , কালিহাতী আর এস পাইলট মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার মোল­া, কেন্দ্রিয় সাধুসংঘের সভাপতি বাবু হরিমোহন পাল প্রমূখ।

শেষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।